পাখির থেকে পাখির ছানা
গাছ থেকে হয় ফল,
ফল খেয়ে সেই ছানায় জানায়-
বীজ থাবে ভাগফল।
ভাগ নাকি গুন
বীজ নাকি গাছ
গাছ-গাছে হয় বন,
হঠাৎ করে উদয় হলো
বনখেকো পয়জন।
বাগানবাড়ি উধাও তখন
উঠলো ইটের ঘর,
এঘর-ওঘর হয়না কথা
সবাই সবার পর।
হায়রে পাখি গাছের ডালে
পুচ্ছটা ফের নাচা,
ইটের ঘরে বন্দি সকল
বোদ্ধা কিটের বাঁচা!
এখানে আপনার মন্তব্য রেখে যান