কবি মতিউর রহমান মল্লিক স্মরণে
তোমার সঙ্গে আমার হয়নি দেখা
তোমার সঙ্গে কথাও হয়নি কোনো
তবু তুমি আজ হৃদয়ের ক্যানভাসে
অমর চিত্র, অক্ষয় জলছবি।
তুমি অসুস্থ হাসপাতালের বেডে
তখনো তো আমি যাইনি তোমার পাশে
একা রাত জেগে স্মরণ করেছি শুধু
তোমার কবিতা, হে আমার প্রিয় কবি।
শিল্পীর মুখে তোমার কবিতা, গান
প্রতিটা শব্দ হৃদয়ে দিয়েছে নাড়া
তুমি চলে যাবে থেকে যাবে অম্লান
পৃথিবীর বুকে তোমার সৃষ্টি সবই।
সবাই বলুক আজ আর তুমি নেই
আমি বলি- তুমি বুকের মধ্যখানে,
যদিও তোমার সঙ্গে হয়নি দেখা
তবু চির চেনা, হে আমার প্রিয় কবি।
এখানে আপনার মন্তব্য রেখে যান