এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে…

এ কোন কিনারে দাঁড়ায়ে হারায়ে ফেলেছি আমার মন
জীবন গলিতে মৃদু হাটাহাটি জাগিয়েছে শিহরণ
আমি, মৃত্যু বুঝিনা যেভাবে বুঝিনা সন্ধ্যার আয়োজন।।

যদিগো হাটিতে হাটিতে আমার পথ হয়ে যায় ভুল
অচেনা সাগরে ঝড়ে ভেঙে পড়ে জাহাজের মাস্তুল
দিশেহারা মন যদিগো তখন তোমাকে করে স্মরণ
সাড়া দিও প্রভূ ফিরায়ে দিও না; বড়ো বেশি প্রয়োজন।।

যদি অচেতনে মিছে প্রয়োজনে আধারে ভিড়াই তরী
সংকির্ণতা ঘিরে ধরে পথ মৃদৃ শিখা হয়ে লড়ি
দিওগো শক্তি প্রভু হে আমার, অটল রেখো এ মন;
সাড়া দিও প্রভূ ফিরায়ে দিও না; বড়ো বেশি প্রয়োজন।।

এখানে আপনার মন্তব্য রেখে যান