তবুও তোমার দুই কাঠা প্রেম দিতেই পারি

হাত বাড়াতেই ধরতে পারো ছুতে পারো
তবুও তোমার হাতটা কেমন বরফ যেনো
অপেক্ষাতে সময়গুলো যাচ্ছে কেটে
কখন তোমার হাতটা হবে উষ্ণ পানি;
হৃদয় রাণী?

হয়তো তুমি বুঝতে পারো মনের কথা
হয়তো তোমার মনের মধ্যে খুব জড়তা
নয়তো ওসব কল্প শুধু মিথ্যে আমার;
বুকের মধ্যে ভালোবাসার বসত-খামার
এবং একটা তোমার জন্য স্বপ্নদানি।
তুমি কি সেই দানির মধ্যে রাখবে তোমার স্বপ্নগুলো?
নাহয় শুধু জমতে থাকুক ময়লা ধুলো…

আমার কাছে নেই তো প্রেমের জমিদারি
তবুও তোমার দুই কাঠা প্রেম দিতেই পারি;
হয়তো সেসব অল্প হবে তোমার কাছে
কিন্তু আমি কিইবা বলো করতে পারি
বাদবাকিটা বিকিয়ে গেছে খোদার কাছে।

এখানে আপনার মন্তব্য রেখে যান