ভাবছি কিছুই ভাববো না

ভাবছি কিছুই ভাববো না
ভাবনা শুধু জট পাকায়
ভাবতে গেলে ছোট্ট চারা
ভাবনা বুড়ো বট পাকায়।

ভাবতে গেলাম করবো কি
কোন পথে বা হাটবো আজ
হঠাৎ দেখি দিনটা শেষ
আঁধার নিয়ে নামলো সাঁঝ।

ভাবতে গেলাম চাঁদ নিয়ে
লক্ষ তারার মন খারাপ
কোত্থেকে এক মেঘ এসে
চাঁদের গায়ে ফেললো ছাপ

ভাবতে গেলাম বন নিয়ে
বনের পাখি উড়লো কই
আম্মা বলেন- ‘মন দিয়ে
এখন শুধু পড়বে বই।’

কিন্তু পড়ার ভাবনাটা
আমার মনে যেই আসে,
ঘুমের নেশায় চোখ দুটো
যায় বুজে,
এই বিষয়ে ভাবনা কোথায় পাই খুঁজে?

ভাবছি কিছুই ভাববো না
ওসব তো আর কাব্য না;
মন মজে
একটুখানি পাইনা সময় ভাববো যে!

এখানে আপনার মন্তব্য রেখে যান