কি কি খাওয়া যায়! / আলি মেসবাহ

শকুনীর ছা’য়
লুটে পুটে খায়;
খেয়েদেয়ে ভাবে ফের
কি কি খাওয়া যায়!

দিন খায় রাত খায়
আরো কুল জাত খায়
দুই হাতে ঘুষ খায়
আস্ত মানুষ খায়
পায় যার তার খায়
মানবাধিকার খায়
খেয়ে করে শেষ
ছোট্ট এ দেশ।

গপাগপ গদি খায়
যত নদ-নদী খায়
পথ-ঘাট সেতু খায়
পেলে ধূমকেতু খায়
গরিবের হক খায়
খেয়ে ঝাল টক খায়
দেশ খায় কাল খায়
রিলিফের চাল খায়
খেয়ে করে শেষ
ছোট্ট এ দেশ।

কত মা’র কোল খায়
শাড়ীর আঁচল খায়
জাতির ইতিহাস খায়
বিচার এজলাস খায়
ছলে-বলে-কলে খায়
স্ব-স্ব দলবলে খায়
খেয়ে করে শেষ
ছোট্ট এ দেশ।

শকুনীর ছা’য়
লুটে পুটে খায়;
খেয়েদেয়ে ভাবে ফের
কি কি খাওয়া যায়!

( লুৎফর রহমান রিটন’র খিদে আবলম্বনে)

এখানে আপনার মন্তব্য রেখে যান