রাজপথ

ওরে    রাজপথ
আর     কতোরাত
জেগে    কাটাবি;
তোর    ঘুম কি
কভু     আসেনি
কোনো     নিরালায়
একা    হতাশায়?

তোর     বক্ষে
কতো    রক্ত
ঘোর    রাত্রে
শত    ভক্ত
লুটে    চুমু খায়
তবু    কেনো ভাই
এতো    শক্ত
তোর     বক্ষে
কতো      রক্ত!

কতো     ঘটনার
তুই    সাক্ষী
শত     অজানার
খোঁজ    রাখলি
কতো     শফিকের
কতো    রফিকের
কতো    সালামের
খুন    ঝরলো
পিচ    ঢালাবুক
তোর     জ্বালামুখ
সেই     রক্তে
বুঝি    ভরলো।

কতো     অসহায়
মা’রা      কেঁদে যায়
তোর     বক্ষের
’পরে    দাড়িয়ে
তব    যক্ষের
ধন    হারিয়ে;
সেই    কান্নার
ফোটা    আঁখিজল
ঝরে     অঝোরে
তোর     পাঁজরে
তুই    চুপচাপ
সেই     ক্ষরতাপ
ধরে      রেখেছিস
তোর     বুকেতে
তাই    কাঁদছিস
বুঝি    দুখেতে
তুই     রাজপথ
আজ    এতোরাত!

কতো    মিছিলের
পদ-    চারণায়
তোর    বুকে ফের
সেই    দোলা দেয়।
সেই     ফাগুনের
ভরা     দুপুরের
তাজা     শ্লোগানের
মাঝে    বুলেটের
পোড়া     বারুদের
আর     রক্তের
সেই     বাসনায়
তোর    ঘুম নাই
তাই    এতোরাত
জেগে    রাজপথ
তুই     নিঃস্ব
এই     পথিকের
কাছে     বিশ্ব
মেলে     ধরেছিস।
কতো     ইতিহাস
তোর     বুকে বাস
করে     চলেছে
আর     জ্বলেছে
তুই     মরেছিস।

ওরে    রজপথ
আর    কতোরাত
জেগে    কাটাবি
তোর    ঘুম কি
কভু     আসেনি?

এই    পথিকের
মতো     বিঘোরে
তুই     ঘুমোরে;
তুই     ঘুমোরে
এই     পথিকের
মতো     বিঘোরে!

এখানে আপনার মন্তব্য রেখে যান