আর কখনো দেখা না হোক-
রাজপথে,
অথবা নাটোরের সফেদ
কাঁশবন,
কিংবা
আত্রাই নদীটির রথে;
ঘুমিয়ে থাকুক মৃত
মানুষের মত ব্যাথা-শোক
পঁচে যাক মিশে যাক
কামনার যত জোঁক।
সূর্যকে ছোবার অনুপ্রাসে
অবারিত অবাধ্য আভাসে
যে মেঘ উড়িয়ে দিল ডানা
পুড়িয়ে দিয়েছে তাকে সূর্য
আছাড় মেড়ে ফেলে দিয়েছে
স্যাঁতসেঁতে মাটিতে
পুস্তকে মেলে তার প্রমাণ
বিজ্ঞান আমার সব কুসংস্কারগুলো ভীরু করে-
তুলছে আস্তে আস্তে
কাঁপছে আমার শরীর
ফেলেছো এ কোন জাল
আমি পরাজিত শেয়াল
নামিয়ে নিচ্ছি দুচোখ
আর কখনো দেখা না হোক
এখানে আপনার মন্তব্য রেখে যান