আমি ধুলোয় গড়েছি বাড়ি

এই সময়ের কংক্রিট দেহে জমেছিলো কিছু ধুলো
বেওয়ারিশ দুটি আঙ্গুল তাকে ছুলো
শাদা ধবধবে ধুলো
কোমল শরীর ধুলো
জীবনের কিছু আসবাব থেকে ঝাট দিয়ে ফেলা ধুলো…

এই সময়ের মেঘমালা থেকে নেমে আসা কিছু পানি
সেই ধুলো ধুয়ে নিলো
ধুলো মুক্তির ইতিহাস লেখা হলো…

পাতারা সবুজ, ডালে ডালে কুড়ি ফোটে;
হুড়মুড় কিছু রোদ্দুর ঝোরে পড়ে
তুলতুলে গালে ,
আজকে সকালে।
উৎসাহ নিয়ে কর্মযজ্ঞে ফের
এইসব আমাদের
নিত্যের পরিচয়…
আবার জমবে ধুলো,
আবার জমবে ভয়।

যাও
যদি পারো
যদি দিতে পারো সন্ধান
দুঃখের ধুলো ছাড়া
কষ্টের ধুলো ছাড়া
সুখী মেঘ
আর, আবার বৃষ্টিস্নান যদি পারো…!!

আমি ধুলোয় লেখেছি নাম
আমি ধুলোয় গড়েছি বাড়ি
তাই ধুলোয় ঢাকেনা সুখ-
পরিচিত প্রিয় মুখ।

এখানে আপনার মন্তব্য রেখে যান