তুমি ছিলে সারা রাত

শরীর সেদিন শরীর খোঁজেনি
মন খুঁজেছিলো মন,
চৌরাস্তায় দাঁড়িয়ে দেখেছি
সন্ধ্যার আয়োজন।

জানালায় ছিলো ‌তীক্ষ্ণ দৃষ্টি-
আঁধার জমেছে শুধু
পদ্মার বুকে চর জেগেছিলো ধু-ধু।

তোমার চুলের গন্ধ পেয়েছি
ছুতে পারিনি সে চুল,
রাত্রির কোলে ঘুমিয়ে পড়েছে
অদ্ভুত কিছু ফুল!

আমি সে ফুলের পাপড়ি ছোবো কি
সেই ছুয়ে দিল হাত;
কিছুই ছিলোনা সঙ্গে আমার
তুমি ছিলে সারা রাত।

এখানে আপনার মন্তব্য রেখে যান