১.
খালি চোখে যে দৃশ্য দেখা যায় না
রোদচশমায়
সে দৃশ্য আর কতোটুকু
দেখা যায়
বারবার রোদচশমা বদল করি
শুধু চোখ বদল করি না
অন্ধ চোখে আর
রোদচশমা বদলের প্রয়োজন পড়ে না।
২.
আজ রোদে রঙের মেলা
বেগুনী রঙ চুমো খায় চোখের পাপড়ি
তুমি কি রোদচশমা এনেছ
দয়া করে একটিবার আমাকে দাও
আমি রঙের চুমো থেকে নিষ্কৃতি চাই।
৩.
: এবারও কি চশমা হারিয়েছ
: হ্যাঁ
: এনিয়ে কতোবার?
: অনেক অনেক
: দয়া করে একটিবার আমাকে হারাও
: না তা হয় না
: কেনো?
: তুমি যে আমার রোদচশমা

এখানে আপনার মন্তব্য রেখে যান