ছন্নছাড়া / সাইফ আলি

দমকা হাওয়ায় পাক খাওয়া এক পালক
বলতে পারিস থামবে কোথায় গিয়ে
ভর দুপুরের রোদ-পোড়া কাক-বালক
শুনতে পেলাম তার নাকি আজ বিয়ে

বাবুই বলে- ঘর বাধা সে জানে না,
ছন্নছাড়া; নিয়ম-কানুন মানে না।
কিন্তু আছে চিলের সাথে মিতালি
ওড়ার সময় কেউ পিছুটান টানে না।

এখানে আপনার মন্তব্য রেখে যান