পেছন টানে ফিরলে পাখি ঘরে
গুটিয়ে নিলে ডানা
এখন আমার চোখের পাড়ায় মেঘ জমেছে শুধু
বৃষ্টি তবু মানা।
ব্যালকোনিতে দাঁড়িয়ে আছি
বাড়িয়ে আছি
হাত
দারুণ ব্যথায় লক্ষ তারা কাঁপছে সারা রাত…
চাঁদটা কেমন পানসে যেনো
জোছনা ধরায় জ্বালা
বলবো কাকে- ‘বিছনা ছাড়ো ঘুম পেয়েছে খুব,
মেঘলা চোখে দাঁড়াও তুমি এবার তোমার পালা।’
বলবো কাকে- ‘অফিস, বাজার, হাজার অভিজ্ঞতা;
তোমার কি কাজ ঘরে?’
ঘর যে এখন শূন্য ভাতের হাড়ি
এলাম এ কোন শুকনো বালুচরে!
পেছন টানে ফিরলে পাখি ঘরে
গুটিয়ে নিলে ডানা,
কেমনতর ঘর গো তোমার
আকাশ দেখা মানা!
এখানে আপনার মন্তব্য রেখে যান