
তোমার শরীর থেকে বের হলো নদী
বয়ে গেলো সমুদ্রে এবং
অযাচিত জড়তার গ্রাসে
হারানোর ত্রাসে
শুধুই পাঠক আমি
অনর্গল পাঠ করি; ছুইনি কখনো…
তোমার শরীর থেকে বৃষ্টি এলো নেমে
সবাই ভিজিয়ে নিলো ফসলি জমিন
আমি শুধু হতভাগা মরুশুষ্ক চোখে
তাকিয়েই থাকি-
আর কতো বৃষ্টি হবে; প্লাবনের কতক্ষণ বাকি…
তোমার দীঘল চুলে
সন্ধ্যার ফেরারি পাখিরা
খুঁজে পেল ঘর
তোমাকে খুঁজেছি আমি
তুমি ছিলে জীবনের মাদকতা
সবুজ সফর…
এখানে আপনার মন্তব্য রেখে যান