আগুনের মেয়ে তুমি / সাইফ আলি

_DSC1087
অলংকরণ: সাইফ আলি

আগুনের মেয়ে তুমি ছুয়ে দাও চাঁদ
তরল জোছনা আসে নেমে
এ কেমন বিমূর্ত হৃদয় তোমার
সমস্ত রাত যায় থেমে…

চোখের দৃষ্টি খোঁজে মাংশের ভাজে
মেলেনা কখনো তাই হৃদয়ের খোঁজ
আঙ্গুল ছুয়ে দেখে ত্বকের কাগজ
হৃদয় বসত বাধে গহীনে সলাজে

আগুনের মেয়ে তুমি
আমিও যে বাতাসের ছেলে
এক হয়ে মিশে যাই এসো এই রাতে
বিগলিত চাঁদ জ্বেলে জ্বেলে…