
আমি মাটির সঙ্গে কথা কই
আমি বৃষ্টিতে পাতি হাত
আর তোমার জন্য অপেক্ষা করি
সারাদিন সারারাত…
তুমি পাখির সঙ্গে দিয়েছো উড়াল
পাখিতো ফিরেছে নীড়ে
বলে যাও কোন অপরাধে এই
বন্ধন দিলে ছিড়ে।
জীবনের শত ফজর পেরিয়ে
বাদ মাগরিগ-এশাতে
চেষ্টা করেছি সম্পর্কের
তেল-জল টুকু মেশাতে
কিন্তু তোমার আকাশের সাথে সখ্য
আমি মাটিতেই শুধু দক্ষ…
এখানে আপনার মন্তব্য রেখে যান