তার আগে ছিলো শে পাঁজরের হাড়
তারও আগে ছিলো শে বোধের ভেতর
অস্থির চাওয়া-পাওয়া এমন কিছু
আজ দেখো শায়িত শে কবরমহল
তার আগে ছিলো শে বিছানার পর
তারও আগে ছিলো শে বুকের ভেতর
অগণিত স্বপ্নের রূপার তাবিজ
তার যতো কল্পনা আবেগআকাশ
আত্মার আত্মীয় সংসারসহ
জগতের চাওয়া-পাওয়া মিটে গেছে রাতে
সব কিছু ফেলে গেছে- গেছে খালি হাতে।
এখানে আপনার মন্তব্য রেখে যান