স্বপ্নবাজ / সাইফ আলি

01
অলংকরণ: সাইফ আলি

আমি আমার স্বপ্নের পথে হাটছিলাম
তুমি বললে- কি আশ্চর্য, তুমি দেখছি জেগেই আছো!
আমি মনে মনে বললাম-
আহা! তুমি যদি জানতে, এ স্বপ্নই আমাকে ঘুমোতে দেয়না;
জাগিয়ে রাখে রাতের পর রাত, দিনের পর দিন…

আমি বললাম- আগুন পাখা রাজহাস দেখেছো কখনো?
পলাশের মতো…. ঘাঁড়টা বাঁকিয়ে যখন তুমি আঁড় চোখে তাকাও
তোমাকেও ঠিক তেমনটাই দেখা যায়।
তুমি চোখ বড়ো বড়ো করে তাকাও আমার দিকে- আবারো….

আচ্ছা, তুমি কি বলতে পারো, পাঁচবাহু তারাগুলো যখন সমুদ্রে ভেসে থাকে
আর আমি হাত দিয়ে থামাতে চাই সেই সমুদ্রের ঢেউ তখন কোথায় যেনো একটা আগুন আগুন গন্ধ ভেসে থাকে…পোঁড়ায় না… আমাদের ছোঁয় না কখনো…কি আশ্চর্য তাই না!!
অথবা ভাবো, আমি সেই ছোট্ট ছেলেটি, জানালায় দাঁড়িয়ে যে কিনা ভাবে-
ইশ! একটা মই থাকতো যদি; এক এক করে সবগুলো তারা পেড়ে এন সেঁটে দিতাম বেডরুমের ছাদে!

তুমি বিরক্ত হও, আমাকে বলো স্বপ্নবাজ।
আহা! আমি যদি আরো বেশি স্বপ্নবাজ হতে পারতাম!!!

এখানে আপনার মন্তব্য রেখে যান