দেয়াল জুড়ে অন্ধকারের চাষা
ক্ষেত দিয়েছে, আটকে গেলো দৃষ্টি।
দেয়াল আমার চর্যাগীতির ভাষা
সাঁঝের মতো নয়ন নত কৃষ্টি।
অন্ধকারের গভীর কালো ব্যথায়
রাত দুপুরে আকাশ মেশে সেথায়।
ভাবনা গলে যেমন মধুর বৃষ্টি।
সাদা দেয়াল শুভ্র শাড়ির ছবি-
কখনো-বা ভয় আবার কখন মিষ্টি
দেয়ালই হয় খেয়ালি এক কবি।
অন্ধকারের বন্ধ কালো ব্যথায়
ক্ষুব্ধ আমার ভাষা পড়ি সেথায়।
বাঘের গায়ে কৃষ্ণ ডোরা দাগে
হলুদ ফোঁসে ভীষণ রকম রাগে
ব্যগ্র দেয়াল কালের ঘ্রাণে জাগে
কমলা রোদ ঝরুক অনুরাগে।
অন্ধকারের নীরব বোবা ব্যথায়
গভীর কবি ব’সে আছেন সেথায়।
মন্তব্য করুন