তানানা নানানা তানানা
তুই মামদো ভূতের ছানা না ?
তোর দিল্লিকা দাদা-নানা না ?
তানানা নানানা তানানা
তুই খাস কি, কচুরিপানা না?
তোর শকুনের চোখ-ডানা না?
তানানা নানানা তানানা
আর লাল সবুজের পোস্টার মুখে
অন্তরে লেখা না না না…
তুই ভেবেছিস কারো জানা না…
মন্তব্য করুন