
সম্পুরক খুঁজেছি, পাইনি
কে পারে তোমার মতো ভালোবাসা দিতে, মা;
কে পারে তোমার মতো দুঃখ লুকাতে
আচলের ভাঁজে!
হয়তো বা পৃথিবীর সব দেনা
সব হিসাব নিকাস করা যায়
সব প্রতিদান দিয়ে দেয়া যায়
শুধু,
তোমার দেনাটা মাগো
পরিষোধ হবে না কখনো…
ফেরতযোগ্য নয় তোমার মুখের একটা অক্ষরও!
তোমার হাতের এক নলা ভাতের সে ঋণ;
এক ফোঁটা দুধের বিনিময় বলো হয়!?
অথচ কি নিষ্ঠুর ভুলে গেছি আমি
প্রিয়ার চোখের মাঝে নিজেকে হারিয়ে ফেলি;
কিরকম কাঙাল বলোতো…!!
ভুলে যাই প্রথম কান্নার ইতিহাস…
প্রথম অক্ষর ভুলে যাই
প্রথম সান্তনার ছোয়া
প্রথম ভালোবাসার স্পর্শ
সূর্যের আগে
বাতাসেরও আগে…!
আহারে কি নির্বোধ গড়েছি নিজেকে
নেশায়-পেশায়-ঘোরে; বাধেনি বিবেকে!!
এখানে আপনার মন্তব্য রেখে যান