আদম হাওয়া নীল জোসনা / আফসার নিজাম

চলো বৃষ্টিতে ভিজবো নীল জোসনা
যদিও মেঘেরা কেড়ে নিয়েছে
তোমার কাশ্মিরী শাল
তবুও তুমি এসো
লাইনের শেষ লাইটপোস্টের নিচে
পাশাপাশি থাকবো দুজন।

হিজাব-সুন্দরী নীল জোসনা
বাইরে বেরানোর আগে
মুখে মেখো রেইনস্ক্রিন
ঠোঁটে লাগিও পিংকব্রাউন লিপিস্টিক
এবঙ এমনিভাবে পরো শুভ্র শেমিজ
যেনো সোনালি পিঠের ধূ ধূ আকাশে
থাকে খোলা আকাশ।

বৃষ্টিভেজা পাতার ফাঁকে
পাখিদের মতো
আমরা আশ্রয় নেবো লাইটপোস্টের নিচে
আমাদের বসন এবঙ মননের শুষ্কতা তখন
ভেজা কাপড় ভেদ করে বেরিয়ে আসবে
আমাদের আদিম আদম হাওয়া।

এখানে আপনার মন্তব্য রেখে যান