আজকে আমি বাক্যালাপে সংযত খুব বেশি
কারন হলো একূল-ওকূল দু’কূলেতেই ঘেষি,
তোমরা বলো দালাল তাতে যায়না আমার কিছু
চিপায় পড়ে তোমরা ছোটো আমার পিছু পিছু।
পরস্পরের মুখ দেখাটা তোমরা বলো পাপ
ঝড়ের বেগে বেরিয়ে আসে পাপের মহা বাপ,
তোমরা শালা এমন মানুষ- কান থাকতেও কালা
চোখ থাকতেও অন্ধ ভীষণ কারন ঝোলে তালা।
পরকে বলো গোঁড়ার গোঁড়া নিজকে ভাবো ভালো
একটুখানি ভিন্নমতে আগুন ঠিকই জ্বালো,
চোখ বুজে কও যায়না দেখা সাদা ছড়ির ভক্ত
পরের বলে ঝরাও শুধু আপন ভায়ের রক্ত।
তোমরা যারা ভিনদেশে যাও দালাল ধরো
পরের টাকা নিজের বলে হালাল করো
তারাই,
আমগোরে কও দালাল
তোমরা শালা মুখের জোরে হারাম করো হালাল।
একটা বিষয় খুব বুঝেছি মুখ তোমাদের দেখে
বাপ যদি হয় মিথ্যেবাদী শিশুও তা শেখে…
এখানে আপনার মন্তব্য রেখে যান