প্রেম : ৫
রে নির্বোধ,
প্লাটফর্মে খুঁজে এলি
বিশুদ্ধ আবেগ।
-যেখানে মরণমৃত্যুর ছোটো মালা
ছলছল ক’রে পালা করে।
সেখানে প্রতিটি ফুসফুস
বিশুদ্ধ বাতাসের কাঙাল।
শনিবারের সুনীলবিকেলে
গভীর তিয়াসায় হন্তদন্ত হ’য়ে
ছুটে গেলি হৃদয়বতী হৃদের কাছে;
পিপাসিত জিহ্বার ছায়া
তোর সরল শরীর
ছুঁতে না-ছুঁতেই
হে প্রসন্ন জলাশয়,
শুকিয়ে গেলি আঁখির আঁধারে।
তোমার তৃষ্ণার জল,
আসাদ, পেয়েও হারালে।
প্রেম : ৬
মলীন আশা আসতে চায় ঘরে
দিচ্ছে মৃদু হালকা টোকা আশা,
হায়রে আমি কাঁপতে থাকি ডরে,
বাঁধলো বুঝি বক্ষে ভালবাসা।
চুলের মাঝে ধবল এক ফুল
যেই দেখেছি যায়রে সব যায়।
চপলতম গোপনতম ভুল
নাচছে দেখি তাহার কব্জায়।
প্রেম : ৭
ঘুম ভাঙলে তন্দ্র থাকে।
চায়ের কাপে
কাঁকন কাঁপে।
প্রেম : ৮
মধ্য রাতে কে দরোজায় এলে?
বসলে তুমি আমারই দুই চোখে।
অন্ধকারে কাঁপে গভীর রাত।
মশারিটাও আকাশ হ’লো শোকে।
মন্তব্য করুন