ভেজা বেড়াল / সাইফ আলি

সাজলে বিড়াল
ডাকলে হালুম,
ক্যামনে কি ভাই
হাম না মালুম।

মুখের পাড়ায়
সবজি বেচো
সুযোগ পেলেই
মাংস ছেঁচো
দাঁতে;
ক্যামনে কি ভাই
খুব নিরামিষ দিনের বেলায়
মাংসাসী  হও রাতে।

আতেল সাজো আলাভোলা
কিছুই তুমি বোঝো না
সুযোগ পেলেই লুঙ্গি তোলো
কাউকে তখন খোঁজো না
সমান সমান ভাগ নিতে;
কোথায় পেলে এমন সাহস
বিড়াল সেজে হালুম বলে
ডাক দিতে!!

ডর করে…
তোমার যদি দিই ছেড়ে তো
কখন কি যে দেশের উপর
ভর করে।

এখানে আপনার মন্তব্য রেখে যান