চোখ : ১
রাজনীতিবিদ শুধায় আমায়
‘কারে কয় প্রকারণা?’
জিভ শুধু দিলো তোমার চোখের
অকপট বর্ণনা।
চোখ : ২
যখন বিষাদ এসে
ঢেকে দেয়
সব বিনোদন,
তখন তোমার চোখে
আশ্বাসের
দীপ্রদীপস জ্বলে।
যখন আনন্দ এসে
ঢেকে ফ্যালে
মলিন ভুবন,
তোমার চোখের তারা
সিক্ত হয়
স্নিগ্ধ ধারাজলে।
চোখ : ৩
তোমার দু’চোখের জলের ভরসায়
জুয়ার শেষ দান
রেখেছি বাজি।
দুগ্ধ সাহারায় দু’একটি ফোঁটায়
এমন কী হ’তো যে
হও নি রাজি?
মন্তব্য করুন