মুসলিম / সাইফ আলি

এক দলা মাংসপিন্ড তোমাকে আকর্ষণ করে
এক চুমুক মদ তোমাকে আকর্ষণ করে
এক নারীর শরীর তোমাকে আকর্ষণ করে
কারণ তুমি মানুষ;

তুমি সে মাংসের কাছে বিক্রি হও না
তুমি সে মদের নেশায় মাতাল হও না
তুমি সে নারীর দিকে তাকাতে ভয় পাও
কারণ তুমি মুসলিম।

তুমি বিশ্বাস করো- সীমা নির্ধারণকারী স্রষ্টা তোমাকে দেখছেন;
তুমি তাঁর অবাধ্য হলে কাল বিচারের মুখোমুখি তোমাকে হতেই হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান