লজ্জা / সাইফ আলি

খুবই কষ্ট লাগে যখন এ ধরনের কোন বিষয় নিয়ে কবিতা লেখতে যাই। সামর্থ নেই বলে হাত দিয়ে বাধা দিতে পারছি না। মন থেকে ঘৃণা জানানোর মতো দুর্বল রাস্তাতেই পা বাড়ালাম। বোন তনুকে আল্লাহ জান্নাত দান করুন।

12523976_1025922927486402_614448189348588632_n

তোমার জন্য চোখের কোণায় উপচে ওঠেনি পানি
তার চেয়ে ঢের উত্তেজনায় কেটেছে ক্রিকেট রাত
তোমার জন্য লজ্জাবাক্য সাজাতে হয়েছি ব্যর্থ
এর চেয়ে ঢের সহজ তর্কে ঘটেছে বীর্জপাত।

তুমি ছিলে মেয়ে কার সম্বল কার প্রিয় কতোখানি
আমরা তার কি জানি
এর চেয়ে ঢের আবেদন রাখে বিজ্ঞাপনের গল্প;
তোমাতেও ছিলো অল্প!

কথায় কথায় ষোল কোটি কাঁদে
চিৎকার করে দেশটা,
চোখ খুলে দেখি দুই চার জনে নিভু নিভু জ্বলে শেষটা।

আমরা ভীষণ বাঘের বাচ্চা গা’র জোরে খুঁজি শান্তি
তাইতো মেলেনা সূত্রে,
বোনরে আমাকে কাল কিয়ামতে আটকাবি তুই হয়তো
কিভাবে যাবো তা উতরে।

হে খোদা আমার সে শক্তি দাও, না হলে জাগাও দেশকে;
বড় ভয় লাগে আমার বোনের আলুথালু ঐ কেশকে!!!

এখানে আপনার মন্তব্য রেখে যান