যখন বাঘেরা তার ধারালো নখ আর দাঁতের কার্যকারিতা পরখ করলো
তুমি তাদের নির্মমতার বিরুদ্ধে কি দারুণ লেখে গেলে সুপেয় রচনা
হায়েনার নির্ধারিত রিজিকে দেখলে চরম হিংস্রতা
অথচ,
একদল হরীণ যখন কচকচ চাবিয়ে গেল ঘাসের শরীর
সবুজ লতাগুল্মের লকলকে ডগা….
তোমরাই উল্টোকথা শুনিয়ে দিলে খুব
মুখে তুলে তোমরাই খাইয়ে দিলে প্রেমফল
বাদামের ভ্রুণ…!!!!
এখানে আপনার মন্তব্য রেখে যান