যখন আমি দেখলাম আমার চারপাশটা অন্ধকারে ঢেকে যাচ্ছে
ধর্ষিতা সমাজ মৃত্যু যন্ত্রনায় কাতর
ঠিত তখনই তুমি আমাকে গল্প শুনাতে চলে এলে
কি নির্মম আমার শোকের চারপাশে দাউ দাউ জ্বলতে থাকলো
নির্লজ্জ আগুন…
যে আগুন জ্বলার কথা বুকের পাঁজরে
যে আগুন জ্বলার কথা রক্তে, রন্ধ্রে
সে আগুন জ্বাললে তুমি ক্ষণস্থায়ী মোমবাতিতে!!
খুব সহজেই মোমবাতিতে সেলফি তুলে নাম করা যায়
বিশ্বরেকর্ড যায় কেনা ঐ মোমবাতিতে আগুন জ্বেলেই
কিন্তু যখন সমাজ জীবন মোমের মতো যাচ্ছে গলে
লুকাও তুমি কেমন করে বিড়ালসুদ্ধ তোমার থলে।
এখানে আপনার মন্তব্য রেখে যান