গ্রামীণফোনের আলোর যাত্রা এবং আমাদের মুমূর্ষু বিবেক / সাইফ আলি

603692_1335682963113821_478540192523297240_nযখন আমি দেখলাম আমার চারপাশটা অন্ধকারে ঢেকে যাচ্ছে
ধর্ষিতা সমাজ মৃত্যু যন্ত্রনায় কাতর
ঠিত তখনই তুমি আমাকে গল্প শুনাতে চলে এলে
কি নির্মম আমার শোকের চারপাশে দাউ দাউ জ্বলতে থাকলো
নির্লজ্জ আগুন…

যে আগুন জ্বলার কথা বুকের পাঁজরে
যে আগুন জ্বলার কথা রক্তে, রন্ধ্রে
সে আগুন জ্বাললে তুমি ক্ষণস্থায়ী মোমবাতিতে!!

খুব সহজেই মোমবাতিতে সেলফি তুলে নাম করা যায়
বিশ্বরেকর্ড যায় কেনা ঐ মোমবাতিতে আগুন জ্বেলেই
কিন্তু যখন সমাজ জীবন মোমের মতো যাচ্ছে গলে
লুকাও তুমি কেমন করে বিড়ালসুদ্ধ তোমার থলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান