আমজনতার পাল্লা / সাইফ আলি

“ঘোলা করি পানি
বানাই কাহিনী
এরপর মারি তেশটা,
খেলাতো এখনো শুরুই হয়নি
পড়ে আছে গোটা শেষটা।”

টাকা টাকা টাকা
নেই টাকা; ফাঁকা
রাজকোষ…
আহ কি সততা
মহান সে তোতা
ভোতা মুখে বলে-
তার দোষ।

কে যে সেই তিনি
এখনো দেখিনি,
না দেখে বুঝেছি বেশটা;
এভাবেই বুঝি লুটে পুটে খাবে
হারামীরা গোটা দেশটা।

যেতে নাই যেতে
ভোটের বাজারে নিলামে উঠেছে লাশ
তবুও ওসব বড়ো কিছু নয়
আমাদের বিশ্বাস।

ভোট ভোট ভোট
হায়রে ব্যালট,
তোর যে মূল্য বাজারে;
সব ছেড়ে দেবো তোকে ছাড়বো না
মরুক হাজারে হাজারে।

ভোটের কাপের উষ্ণতা ধরে
ধর্ষিত হলো বোনটি,
না জানি কি আছে আমাদের আর
এরপর যাবে কোনটি।
কারো কাছে আর
চাইনে বিচার
প্রার্থনা করি আল্লা’
ভারি করে দাও নিপিড়িত এই
আমজনতার পাল্লা।

এখানে আপনার মন্তব্য রেখে যান