১
ক্রসফায়ারে মরলো এবার কার ছেলে;
খোঁজ পেলে?
২
আজ কোনো আদালত মানি না
র্যাব আছে আমাদের দোস্ত,
মানুষেরা ভাত খায় ডাল খায়
র্যাব খায় কাঁচা কাঁচা গোস্ত।
৩
টুনা বলে টুন টুন
টুনি বলে টুনা
পুলিশেরা খুন করে
খায় ডিম ভুনা।
আগডুম বাগডুম
বাংলার র্যাবে
ধরে-মারে-করে গুম
রসায়ন ল্যাবে।
আইনের রসায়নে
হাত খুবই পাকা,
মাঝে মাঝে প্রভাবক
কথা কয় টাকা।
মাঠে-ঘাটে লাশ মেলে
বেওয়ারিশ লাশ,
ওরা বলে কমে গেছে
সব সন্ত্রাস।
এখানে আপনার মন্তব্য রেখে যান