বলবো কি ভাই-
হিসেব নিকেশ করে
ফলটা যা পাই
গোলমেলে তাই…
যেই দ্যাখে তাক করা
মিডিয়া ও ক্যামরা
চেতনার ঢিল ছোঁড়ে
কতিপয় গ্যাঙরা
তারপরে রাত-
আসলে হঠাৎ
নিরবে হাজার তনু
হয় কুপোকাত
তাহাদেরই হাতে;
কখনো কি সে খবর
আসে মিডিয়াতে?
আসবে না ভাই,
আমরাতো ঘুঘু দেখি,
ফাঁদ দেখি নাই।
এখানে আপনার মন্তব্য রেখে যান