বৃষ্টির রাতে / সাইফ আলি

বৃষ্টির রাতটাকে ভাগ করি এসো
আমি কিছু ভালোবাসি, কিছু ভালোবেসো…
বৃষ্টির রাতে নেই ক্লান্তির ঘুম
আছি তুমি-আমি আর রাত নিজঝুম।

ছল ছল চোখে তুমি আষাঢ়ের মেঘ
পুষে রেখেছিলে যেই কাজলা আবেগ
সে আবেগ ঝরঝর বুকের পাড়াতে
ঝরে যাক আজ এই বৃষ্টির রাতে।

তুমি কি পাচ্ছ ভয় কাঁপছো দ্বিধাতে
এই চোখে রাখো চোখ হাত রাখো হাতে
তুমি কি ভাবছো আমি ডাকাত বা চোর
অথচ এ বুকে শুধু সুরভী আতর।

এখানে আপনার মন্তব্য রেখে যান