মাঝরাতে মদ খেয়ে মাতালে
আকাশের চাঁদ দ্যাখে পাতালে,
তারা দেখে বলে, সব ঘাসতো
ফরেনের মাল-টাল খাসতো।
তারপরে জড়িয়ে ল্যাম্পোস্ট
গান গায়, তারে নারে নাইরে…
এ্যাদ্দিন কই ছিলি ভাইরে?
ল্যাম্পোস্ট দেয় নাতো উত্তর;
রেগেমেগে বলে শেষে, দুত্তোর।
মাঝরাতে মদ খেয়ে মাতালে
আকাশের চাঁদ দ্যাখে পাতালে,
তারা দেখে বলে, সব ঘাসতো
ফরেনের মাল-টাল খাসতো।
তারপরে জড়িয়ে ল্যাম্পোস্ট
গান গায়, তারে নারে নাইরে…
এ্যাদ্দিন কই ছিলি ভাইরে?
ল্যাম্পোস্ট দেয় নাতো উত্তর;
রেগেমেগে বলে শেষে, দুত্তোর।
এখানে আপনার মন্তব্য রেখে যান