তোমাকে বুঝতে / সাইফ আলি

তোমাকে বুঝতে ফুল বোঝা হলো;
ভুল বোঝা হলো…
তোমাকে বুঝতে- বোঝা হলো সব অলিক চিন্তা
ঘুমহীন রাত;
মনে পড়ছিলো তোমার আমার পুরাতন দিন, সব সাক্ষাত-

তোমাকে বুঝতে বোঝা হয়ে গেলো সীমানা প্রাচীর
চোখের আড়ালে অন্য ভাষার কথোপকথন
এক শব্দের হাজার অর্থ বোঝা হয়ে গেলো;
বুঝেছি তবুও বোঝা হয়ে গেছে হৃদয় এখন।

তোমাকে বুঝতে ফুলের দোকানে
ভুল লেনদেন, অর্থ নষ্ট;
তোমাকে বুঝতে বোঝা হয়ে বুকে জমেছে কষ্ট।

এখানে আপনার মন্তব্য রেখে যান