তোমার বাগানে যে ফুল ফোটেনি
তার দিকে কেনো দৃষ্টি তোমার;
তুমি কি ভুলেছো শত বছরের
মাটি মানুষের কৃষ্টি তোমার?
তুমি কি ভুলেছো ধানের খেতের
আইল মাড়িয়ে ছোটা রাখাল
তুমি কি ভুলেছো আম মৌসুম,
জাম, লিচু আর তাল কাঠাল-
তুমি কি ভুলেছো পিঠার আসর,
দেশি মোরগের গোস-রুটি,
বৃষ্টি দিনের গরম খিচুড়ি,
নারকেল পিঠে; হুটোপুটি!!
গরুর দুধের পায়েশ ছেড়েছো
পেয়ে থাই আর চিকেন সুপ,
যাকে ভালেবেসে যমযম ভাবো
এ নয় কি সেই মৃত্যুকূপ?
তোমার বাগানে যে ফুল ফোটেনি
তার দিকে কেনো দৃষ্টি তোমার;
তুমি কি ভুলেছো শত বছরের
মাটি মানুষের সৃষ্টি তোমার?
এখানে আপনার মন্তব্য রেখে যান