ভেলকি বাবা / সাইফ আলি

লাগ ভেলকি লাগ
চোক্ষে-মুখে লাগ
বেশভুসা য্যান বকের লাহান
চরিত্রে ক্যান দাগ!!

ডানরে বলেন বাম, বাবাজি
বামরে বলেন থাম,
সবার আশা পূর্ণ হবে
কেবলি দেখলাম।

হাসেন-কাশেন-নাচেন বাবা
লুঙ্গি উচিয়েই,
ঝোপ বুঝে কোপ, মিথ্যে আরোপ
তার ধারে কেউ নেই।

বাজনা বাজে বাদ্য বাজে
বগল বাজে বাবার,
চিনছো তো ঠিক? তোমার ঘরেও
পাকাচ্ছ তার খাবার!

লাগ ভেল্কি লাগ
চোক্ষে মুখে লাগ,
দরবারে তার মানত করো
মুরগি- ভেড়া- ছাগ।

এখানে আপনার মন্তব্য রেখে যান