যেমন খুশি তেমন সাজো / সাইফ আলি

যেমন খুশি তেমন সাজো,
সাজতে কারো মানা?
না না;
সাজতে পারো নতুন জামাই
সাজতে পারো কানা।

সাজতে পারো কলুর বলদ
সাজতে পারো শেয়াল,
যেমন খুশি তেমন সাজো
নামটা রাখো খেয়াল

সাজতে পারো কর্তা দেশের
কিংবা উকিল বাবু,
অথবা খুব বীর পালোয়ান
বিশালদেহী শাবু।

ইচ্ছে হলে মন্ত্রি হবে
আমলা হলেও চলে,
ফাইল হাতে পকেট কাটে
দেখাও কি কৌশলে।

বেত হাতে হও শিক্ষাগুরু,
সন্ত্রাসী হও নয়তো;
হচ্ছে না সব? হয় তো।

কিন্তু এ কি- লাশ সেজেছো,
আইডিয়া আর পাওনি!
পুলিশ হলো ঘাতক তোমার
কোথায় পাবে ছাউনি?

এখানে আপনার মন্তব্য রেখে যান