কোন কালে গিয়েছিল পুড়ে ধূপকাঠি এই ঠোঁট, দেশলাই জ্বালা তার একটি চুমায়;
জ্বালাপোড়া করে তাতে আজও।
জামানার জেলঘরে অসুস্থ ঘুমিয়ে পড়ে জর্জরিত ইতিহাস। বেদনা বন্দুক হাতে দঁড়িয়ে দাঁড়িয়ে নৈশপ্রহরী ঘুমায়
ডাকবাংলোর গেটে। শুধু একা আমি, ঠোঁট পুড়ে যাওয়া সেই আমি, ঘুমাতে পারি না রাতে আজও।
এখানে আপনার মন্তব্য রেখে যান