পাপী / সাইফ আলি

আমার উঠোনে তোমার পায়ের ছাপ নেই
হয়তো মনের চৌকাঠে কোনো পাপ নেই
কিন্তু একথা ভুল হবে তুমি বললেই-
ভুল ছিলো ঠিক, সে ভুলের অনুতাপ নেই।

তোমাকে যে চায় তার চাওয়াটাই পাপ হলে
সেই পাপ দিয়ে পাপ করা কলা কৌশলে
তার চেয়ে আরো বড়ো পাপ,
প্রেম দেখলেনা দেখলে প্রেমের উত্তাপ।

এখানে আপনার মন্তব্য রেখে যান