:তুমি কি শুনেছো মেঘ যন্ত্রটা বিকল হয়েছে রাতে
বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অসম্ভবের খাতে
ঘুরে গেছে, তবে বৃষ্টি আনার ব্যর্থ চেষ্টা ছাড়ো
চারিদিকে এই খরার রাজ্য বেড়েই চলেছে আরো।
তুমি বলেছিলে সম্ভাবনায় ভাসছে বর্তমান
আগামীর দিকে তাকিয়ে ভীষণ হাসছে বর্তমান
তুমি কি তাহলে সত্যের থেকে বহু দূরে আছো পড়ে
তোমার সকল আশার পিলার কোন ঝড়ে গেলো নড়ে?
:চেয়ে দেখো যেনো মেঘ-বিদ্যুতে আবার জমেছে রাত
সম্ভাবনার মেঘে করো ফের তোমার দৃষ্টিপাত
অসম্ভবের খরায় আশার এভাবে মৃত্যু হলে
ব্যর্থ জীবন কাটাতেই হবে হতাশার জঙ্গলে।