আমাকে বলতে হবে / সাইফ আলি

আমাকে বলতে হবে সেই কথাটাই আজ
যে কথা না বলাতেই ফুরিয়ে যায়
যে কথা বলতে গেলে অনেক তরুণ
খুব সহজেই বুড়িয়ে যায়।

যে কথা কানের পাড়ায় ফুরোয় না তার ধার
যে কথা জীবনটাকে অন্যভাবে চিনতে শেখায়
যেকথা শিখলে মানুষ বিপ্লবী হয়;
রক্ত বেঁচে শখের চুড়ি কিনতে শেখায়
যেই কথাটা…
আমাকে বলতে হবে সেই কথাটা।

আমাকে বলতে হবে ভাতের থালা পূর্ণ হলেও
চাঁদ কিভাবে রুটির মতো ঝলসিয়ে যায়
কিভাবে জেলখানাতেই জন্মানো সেই
আজন্ম এক জেল কয়েদির দু’চোখ দেখে বিশ্বটাকে অন্যভাবে
যেভাবে আমরা ভাবি, সেও কি ভাবে??

আমাকে বলতে হবে সেসব কথা
যেসব কথা পত্রিকাতে হয়না ছাপা,
আমাকে সেসব মায়ের মুখের কথাও বলতে হবে
তীব্র ক্ষোভে যাদের কেবল কণ্ঠ কাঁপা।

এখানে আপনার মন্তব্য রেখে যান