
গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই
শরীর টাকে ডুবিয়ে রাখো জলের আড়ালেই
কেমনতর জল ভাবো তো
হাত ভেজে না ছুলে,
গবেষণায় রাত্রি কাটে
চোখ দুটো যায় ফুলে।
গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই,
হয়তো তোমায় দেখছি ঠিকই; হয়তো তুমি নেই!!

গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই
শরীর টাকে ডুবিয়ে রাখো জলের আড়ালেই
কেমনতর জল ভাবো তো
হাত ভেজে না ছুলে,
গবেষণায় রাত্রি কাটে
চোখ দুটো যায় ফুলে।
গভীর জলে বসত তোমার ভাবতে হারাই খেই,
হয়তো তোমায় দেখছি ঠিকই; হয়তো তুমি নেই!!
এখানে আপনার মন্তব্য রেখে যান