
সবকিছু মুছে গেলে ইরেজার আসবে না কাজে
কিছু কথা বেঁচে থাকে থাক না,
সবকিছু ধুয়ে গেলে বৃষ্টিতে ভিজবে না কেউ আর
কিছু স্মৃতি ছাতা খুঁজে পাক না।
কিছু পাখি উড়ে যায় যাক না…
এখানে অপূর্ণতা পূর্ণতা খুঁজে পায় সব কি
সবটুকু নিঃশ্বাস একবারে টেনে নিলে তারপর…?
সব পানি রূপ নিলে বাষ্পে
পাত্রটা খালি পড়ে থাকবেই
কিছু চোখ অদৃশ্যে আঁকবেই কিছু মুখ
তাতে যদি সুখ পায় পাক না;
কিছু পাখি উড়ে যায় যাক না…
পত্রিকার লিংক-
এখানে আপনার মন্তব্য রেখে যান