কৃষ্ণগহ্বর / সাইফ আলি

Exif_JPEG_420
শুক্রবার 5 April 2013, ২২ চৈত্র ১৪১৯, ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৪ হিজরী; দৈনিক সংগ্রাম

রহস্যময় তারকা তুমি
চোখের আড়ালে থেকে অনুভবে দাও ধরা
নিজের আলোকে নিজের বুকেই টেনে
আড়াল করো নিজেকে
অথচ
তোমাকে না দেখেই
কি এক দুর্বার আকর্ষণে সবাই
ছুটে চলে তোমার দিকেই-

হে মহাকাশের রহস্য-
আমি বুঝতে পারি না কিছুতেই
নিজের আলোকে নিজেই শোষণ করে
কেন এত আনন্দ তোমার
অসংখ্য চোখের অন্ধত্বকে উপভোগ করে
কেন এতো তৃপ্তি তোমার…

আড়ালেই থাকবে যদি, আড়ালেই থাকো;
কেন পাতো ছলনার জাল-


কবিতার লিংক- কৃষ্ণগহ্বর

এখানে আপনার মন্তব্য রেখে যান