স্বাধীনতা থাকবে না / সাইফ আলি

IMG_20160831_005309
শুক্রবার 2 March 2012, ১৯ ফাল্গুন ১৪১৮, ৮ রবিউস সানি ১৪৩৩; দৈনিক সংগ্রাম

পাখিদের নাকি ডানাগুলি থাকবে না
চঞ্চু থাকবে কণ্ঠ থাকবে
পেখম থাকবে পালক থাকবে
শুধু নাকি তারা সুরে সুরে ডাকবে না;
পাখিরা থাকবে শুধু পাখিদের ডানাগুলি থাকবে না।

আগের মতোই পুবের আকাশে সূর্যটা দেবে উঁকি
সন্ধ্যায় ঠিক পশ্চিমে যাবে ঝুঁকি;
আগের মতোই বাতাসেরা বয়ে যাবে
শুধু নাকি যত মুগ্ধ সূর্যমুখী
সূর্যকে ছেড়ে রাত কাছে পেতে চাবে।
বাতাসে কোমল শীতলতা থাকবে না।
পাখিরা থাকবে, পাখিদের নাকি ডানাগুলি থাকবে না।

বাগান থাকবে, বাগানের যত ফুল
সব নাকি ঝরে যাবে;
ভ্রমরেরা এসে বৃন্তে বৃন্তে অসহায় চোখে চাবে
বৃন্ত থাকবে, থাকবে না শুধু ফুল।

গাছেরা থাকবে, ফুল পাতা ঝরে যাবে-
সমুদ্র হবে তরঙ্গহীন, নদীরা শুকিয়ে যাবে।
ফুল-পাখি-নদী সকলি থাকবে স্বাধীনতা থাকবে না
পাখিরা থাকবে, পাখিদের নাকি ডানাগুলি থাকবে না।

সূর্যমুখীর স্বকীয়তা থাকবে না
ভ্রমরের সুরে অমিয়তা থাকবে না
বাতাসে কোমল শীতলতা থাকবে না
মানুষের কোনো স্বাধীনতা থাকবে না
পাখিরা থাকবে, পাখিদের নাকি ডানাগুলি থাকবে না।


কবিতার লিংক- স্বাধীনতা থাকবে না

এখানে আপনার মন্তব্য রেখে যান