তোমার চোখের দিকে / সাইফ আলি

profile
অবাক হয়ে তাকিয়ে ছিলাম তোমার চোখের দিকে
ক্রমেই যেনো যাচ্ছ হয়ে ফিকে
কথার কথায় মন দিয়েছো আসল কথায় নয়
নাম ঠিকানায় যায় কি পাওয়া মনের পরিচয়?
সামনে যখন দাঁড়িয়ে ছিলাম, খুঁজলে চতুর্দিকে!!
 
ঠিক ছিলো কি ঠিক ছিলো না তা জানি না
এটুক জানি সেই ঘটনা
মিথ্যে কোনো মরিচিকার হাতছানি না
নয় রটনা…

এখানে আপনার মন্তব্য রেখে যান