পলাতক / সাইফ আলি

13220090_1044970942261876_1762340482_n
শুক্রবার ২৪ জুন ২০১১ ; দৈনিক সংগ্রাম

লোকে বলে পলাতক, আমিও পালাতে চাই
কিন্তু পালাতে পারি কই,
জীবন পথের মাঝে ভাস্বর হয়ে আছে
আমার হাজার টিপসই

বাগানের পথ ধরে চলেছি সঙ্গোপনে
হঠাৎ পাখির ডাকে শুনি,
দাঁড়াও হে পলাতক তোমায় দেখেছি আমি
ধরা পড়ে গেছ এক্ষুনি।

এমনি সেদিকে চাই, পালাতে পারি না হায়
তবু লোকে পলাতক বলে,
আমি শুধু ধরা পড়ি, সবাই পালিয়ে যায়
সকল বাঁধন পায়ে দলে।

হয়তোবা কোন দিন আমিও পালিয়ে যাব
দেখতে পাবে না কেউ মোরে,
সবাই থাকবে শুধু আমি আর থাকব না
পলাতক হব সেই ভোরে।


কবিতার লিংক- পলাতক

এখানে আপনার মন্তব্য রেখে যান