
এবার শীতে-
কুয়াশার চাদর গায়ে জড়িয়ে যখন
বসন্তের স্বপ্ন দেখতে শুরু করি
ঠিক তখনই তোমার রুক্ষ স্বর আমাকে জানিয়ে দিলো-
গ্রীষ্ম সমাগত। অথচ-
গ্রীষ্ম কোথায়…!!
এ দেখি বর্ষার প্লাবনে বুকের চাতাল ভিজে একাকার-
এরপর-
প্রকৃতির সকল নিয়ম ভঙ্গ করে
অনাকাক্মিখত সময়ের আবির্ভাবে
হতচকিত আমি
নদীতীরে বসে
অপেক্ষায়…
ভেবেছিলাম-
এবার বুঝি সত্যি সত্যিই সাদা মেঘের ভাজে
এবং কাশের বনে দেখতে পাবো
শরতের অলিখিত আগমন।
অথচ, কই?
এই মুহূর্তে শুনতে পেলাম-
অনাগত ভবিষ্যৎ আমাকে ত্যাগ করেছে।
এখন আমি অতীত হবো…
সময়ের উল্টো স্রোতে সাঁতরে যাবো বহুদূর…
যতদূর গেলে ‘অপেক্ষা’ শব্দটির ‘আর কোনো অর্থ থাকে না।
কবিতার লিংক- এখন আমি অতীত হবো
এখানে আপনার মন্তব্য রেখে যান